রাজ্য ও কেন্দ্র সরকার সুকৌশলে শিক্ষাব্যবস্থার মেরুদন্ড ভেঙে দিতে চাইছে
রাজ্য ও কেন্দ্র সরকার সুকৌশলে শিক্ষাব্যবস্থার মেরুদন্ড ভেঙে দিতে চাইছে। — সুদীপ্ত গুপ্ত রাজ্য ও কেন্দ্র সরকার সুকৌশলে শিক্ষাব্যবস্থার মেরুদন্ড ভেঙে দিতে চাইছে চাকরি পাওয়ার পর তা হারানোর যন্ত্রণা কতটা, তা মাপার ক্ষমতা তাদের নেই, যারা তার শিকার নয়। দীর্ঘ প্রায় এক দশক ধরে এমনই যন্ত্রণার শিকার পশ্চিমবাংলার শিক্ষক সমাজ। বিশেষ করে যাঁরা অসৎ পথ অবলম্বন করেননি, অথচ অপরাধের বোঝা বয়ে বেড়াতে বাধ্য হচ্ছে, তাঁর আজ গভীর হতাশায় দিন কাটাচ্ছেন। কিন্তু কেন এই দিন দেখতে হচ্ছে তাঁদের, ভুগতে হচ্ছে সীমাহীন যন্ত্রণায়? এর দায়ই বা কার? এমনই একরাশ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সাংগঠনিক সভা ২০২৫ -এ । আজ ২৬/০৫/২০০৫ সোমবার বেলা ১১টা থেকে সভার কাজ শুরু হয় বারুইপুর পদ্মপুকুর কো-অর্ডিনেশন কমিটির জেলা ভবনে । এই সভায় জেলার বিভিন্ন এলাকায় থেকে ১৫৩ জন সংগঠক যোগ দেন এবং ২৬ জন আলোচক আলোচনায় অংশ নেন। আলোচনা থেকে উঠে আসে সংগঠনের দূর্বলতা ও তা কাটিয়ে ওঠার নানা কৌশল ও কর্মসুচীর কথা। এই সভা উপলক্ষ্যে আয়োজিত হয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যার আলোচ্য বিষয় ছি...