যোগ্য শিক্ষকদের পুর্নবহালের দাবিতে বারুইপুরে এবিটিএ-এর বিরাট মিছিল

যোগ্য শিক্ষকদের পুর্নবহালের দাবিতে এবিটিএ-এর বিরাট প্রতিবাদ মিছিল, বারুইপুরে

ABTA holds huge march in Baruipur demanding reinstatement of qualified teachers,যোগ্য শিক্ষকদের পুর্নবহালের দাবিতে এবিটিএ-এর বিরাট মিছিল বারুইপুরে,
বারুইপুরে এবিটিএ-এর বিরাট প্রতিবাদ মিছিল

এই মুহূর্তে রাজ্যরাজনীতি তোলপাড় হচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতিতেকে কেন্দ্র করে। সরকার বিরোধী  বিভিন্ন দল এবিষয়ে সোচ্চার হয়েছে ইতিমধ্যেই। তাদের দাবি, যোগ্য শিক্ষকদের চিহ্নিত করে রাজ্য সরকাকরকে তাদের নিয়োগকে বৈধতা দিতে হবে।

এবিষয়ে ভারতের শতাব্দী প্রাচীন শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি গতকাল পথে মেনেছেন রাজ্যজুড়ে। গত ৯ এপ্রিল ২০২৫ যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকে কলকাতার ডি আই অফিসে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। অভিযোগ, ওই অবস্থানে পুলিশ অন্যায়ভাবে লাঠি পেটা করেছেন ‘সমাজের বিবেক’ নামে বিবেচিত হওয়া সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদেরব ওপর। শুধু তাই নয়, অভিযোগ পুলিশ শান্তিপূর্ণ অবস্থানকারী শিক্ষকদের একজনের বুকে লাথি মেরেছেন।
 
এই পরিস্থিতিতে ‘নিখিলবঙ্গ শিক্ষক সমিতিটি’র দক্ষিণ ২৪  পরগনা জেলা কমিটিটির পক্ষ থেকে গতকাল ১০ এপ্রিল ২০২৫ একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

মিছিলটি বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে শুরু হয়। মেন রোড ধরে রেলগেট ছুঁয়ে বারুইপুর স্টেশন রোডের ওপর দিয়ে রেল ময়দানে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ ভাষায় এবিষয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার সম্পাদক অনুপম রায়। তিনি বলেন, “নিখিল বঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে যোগ্য শিক্ষকদের পুর্নবহালের দাবিতে এবং শিক্ষকদের উপর লাথি ও লাঠি প্রয়োগের প্রতিবাদে আমরা এই ধিক্কার মিছিল করছি।”

এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দুই শতাধিক কর্মরত ও কর্মচ্যুত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী এই মিছিলে অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন জেলা সভাপতি গৌতম ব্যানার্জী ও সম্পাদক অনুপম রায়। অনুপম রায় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আরও উল্লেখ করেন, মিছিল চলাকালীন প্রচুর সাধারণ মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন এবং গণ স্বাক্ষরে অংশ নেন।

 মিছিল শেষে রেল ময়দানের সভা থেকে আওয়াজ ওঠে, যতদিন না এই সমস্যার সমাধান হয়, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে রাজপথের এই লড়াই জারি থাকবে।
----------xx---------

মন্তব্যসমূহ

রাজ্য, দেশ ও আন্তর্জাতিক খবর

জনপ্রিয় পোস্টসমূহ