এবিটিএ-র আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা
এবিটিএ-র বারুইপুর মহাকুমার আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা
![]() |
এবিটিএ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ |
এ বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি বিদ্যালয়-এর ইউনিট স্তরে নির্বাচিত প্রতিযোগী পরবর্তী স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে। প্রথম স্থান অধিকারীকে পরবর্তী স্তরের জন্য মনোনীত করা হয়। এইভাবে ইউনিট থেকে জোনাল, জোনাল থেকে মহাকুমা, মহাকুমা থেকে জেলা এবং সবশেষে জেলা থেকে নির্বাচিত প্রতিনিধিরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই কর্মযজ্ঞে বারুইপুর মহাকুমার অন্তর্গত বিভিন্ন জোনাল কমিটি আয়োজন করে এই বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ১৩ থেকে ২৭ এ জুলাই পর্যন্ত সময়কাল ধরে অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই বারুইপুর মহাকুমার অন্তর্গত ভাঙ্গর, সোনারপুর-১, সোনারপুর-২, বারুইপুর এবং জয়নগর কুলতলী জোনাল কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
গত ১৩/৭/২০২৫ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর-১ আঞ্চলিক শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কামরাবাদ উচ্চ বিদ্যালয়ে। ১৭৫ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অভিভাবক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও সংগঠকদের সহযোগিতায় এই অনুষ্ঠান সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।
১৯/০৭/২০২৫ শনিবার বারুইপুর জোনাল কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বারুইপুর মাদারহাট পপুলার একাডেমিতে। প্রায় ২০০ জন ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ অবসরপ্রাপ্ত শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গে সুন্দর হয়ে ওঠে।
জুলাই মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হয় সোনারপুর-২ এবং জয়নগর কুলতলী জোনাল কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতা। সোনারপুর ২-এ প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং জয়নগর কুলতলীতে প্রায় ২০০ জন ছাত্রছাত্রী এবং অভিভাবক উপস্থিত ছিলেন। উভয় ক্ষেত্রেই স্থানীয় সংগঠক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা সানন্দে উপস্থিত থেকে প্রতিযোগিতাটি সাফল্যমন্ডিত করে তোলেন। সোনারপুর ২ আঞ্চলিক কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বোড়াল হাই স্কুলে।
বারুইপুর মহাকুমার শেষ অনুষ্ঠানটি সংঘটিত হয় ঘটকপুকুর কুলটি গভারমেন্ট রিফিউজি গার্লস হাই স্কুলে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজক সংগঠন হল ভাঙ্গর জোনাল কমিটি। ৩৫০ জন ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষক মন্ডলী এবং সংগঠক বন্ধু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সহযোগিতা করেন। এই প্রতিযোগিতায় মোট কুড়িটি বিদ্যালয় অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতায় জেলা কমিটির পক্ষ থেকে সোনারপুর ২ এ উপস্থিত ছিলেন গৌতম ব্যানার্জি, সোনারপুর ১ এ উপস্থিত ছিলেন শুক্লা রায়। ভাঙ্গর জোনাল কমিটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কান্তি মজুমদার, আবদূর রশিদ মোল্লা প্রমূখ সংগঠনের শুভাকাঙ্ক্ষী প্রাক্তন সংগঠক।
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন