About
গ্রামীণ বাংলা নিউজ : কিছু কথা
![]() |
গ্রামীণ বাংলা নিউজ : কিছু কথা |
Grameen Bangla News Portal
ঘটমান গ্রাম-বাংলার চলমান প্রতিচ্ছবি।
গ্রামীণ জীবনকেন্দ্রিক বাংলার প্রথম ও একমাত্র নিউজ পোর্টাল
গ্রামীণ বাংলা নিউজ। ঘটমান গ্রাম-বাংলার চলমান প্রতিচ্ছবি। গ্রামীণ জীবনকেন্দ্রিক বাংলার প্রথম ও একমাত্র নিউজ পোর্টাল।এতে থাকবে গ্রাম বাংলার সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ও ধর্মীয় জীবনের নানান দিক। থাকবে এইসব বিষয়কে কেন্দ্র করে উদ্ভুত সমস্যা ও তার সমাধানের নানান উপায় নিয়ে বিশেষজ্ঞ মানুষের বিজ্ঞানভিত্তিক পরামর্শ। সেই সঙ্গে থাকবে মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের ( শারীরিক ও মানসিক ) উন্নতিতে নানান উপায় নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ।
দেশের সিংহভাগ সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো কোন না কোনভাবে কর্পোরেট পুঁজির দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে গ্রাম বাংলার আনাচে কানাচে ঘটে যাওয়া ন্যায় বা অন্যায়-অবিচারের কথা জনসমক্ষে আসে না। কারণ, তাদের কাছে সাধারণ খেতে খাওয়া মানুষের সুখ - দুঃখের খবর টি আর পি বাড়াতে সাহায্য করে না। তাতে ব্যবসা বাড়ে না।
দেশের সিংহভাগ সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলো কোন না কোনভাবে কর্পোরেট পুঁজির দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়। ফলে গ্রাম বাংলার আনাচে কানাচে ঘটে যাওয়া ন্যায় বা অন্যায়-অবিচারের কথা জনসমক্ষে আসে না। কারণ, তাদের কাছে সাধারণ খেতে খাওয়া মানুষের সুখ - দুঃখের খবর টি আর পি বাড়াতে সাহায্য করে না। তাতে ব্যবসা বাড়ে না।
কিন্তু প্রত্যন্ত গ্রামের মধ্যে অবহেলায় থেকে যায় কত প্রতিভা। কত দীন-দরিদ্র মানুষ এলাকার অবস্থাপন্ন অসৎ মানুষের জুলুমের শিকার হয়ে নীরবে নিভৃতিতে অসহায়ের মত বেঁচে থাকতে বাধ্য হন। তাদের হয়ে কথা বলার মানুষ থাকে না।
এককথায় গ্রামীণ বাংলা নিউজ পোর্টাল গ্রাম বাংলার মেহেনতি মানুষের সুখ-দুঃখ হাসি-কান্না আনন্দ-বেদনার না-বলতে পারা কথায় ভরে উঠবে।
আরও কিছু কথা :
আপনি কি সাংবাদিক হতে চান? লিখতে ভালোবাসেন। এলাকার সমস্যা কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা মানুষের কাছে বা প্রশাসনের কাছে তুলে ধরতে চান? তাহলে আপনিই আমাদের সাংবাদিক। হাতে তুলুন আপনার স্মার্টফোন। ছবি তুলুন এবং লিখে ফেলুন আপনার রিপোর্ট। পাঠিয়ে দিন আমাদের ইমেল ঠিকানায়। খবর পাঠাতে আমাদের ইমেইল আইডিতে ক্লিক করুন 👇 : grameenbanglanp@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন