বিবেক গুহ সম্পাদিত গ্রন্থ 'অশোক মুখোপাধ্যায় ও তাঁর বহুমুখী কর্মজীবন' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ইন্দুমতী সভাঘরে

বিশেষ সংবাদদাতা, কলকাতা: গত ৫ জুলাই ২০১৯ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী সভাঘরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিবেক গুহ সম্পাদিত গ্রন্থ 'অশোক মুখোপাধ্যায় ও তাঁর বহুমুখী কর্মজীবন'। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্পাদক নিজেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোক মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী সোমা মুখোপাধ্যায় । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, দেবজ্যোতি দত্ত, হিমেন্দু বিশ্বাস, আশীষ লাহিড়ী, সৌরীণ ভট্টাচার্য, দিলীপ মুখোপাধ্যায়, সন্দীপ রায়, নাসের হোসেন এবং অশোক মুখোপাধ্যায়ের একঝাঁক গুণগ্রাহী।


অশোক মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৮ সালের ১ সেপ্টেম্বর । ১৯৮৭ সালে তাঁর সম্পাদনায় এবং অক্লান্ত সাধনায় বের হয় বাংলাভাষার প্রথম থিসরাস 'সমার্থশব্দকোষ'। ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির প্রকাশ করে 'আকাদেমি বানান অভিধান', যার সম্পাদনার দায়িত্বে থাকা বানান উপসমিতির একজন গুরুত্বপূর্ণ সহকারী। এছাড়া তাঁর অন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল 'ব্যাকরণ অভিধান' রচনা করা।

তিনি বাংলা আকাদেমি ও সাহিত্য অকাদেমির সঙ্গেও জড়িত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং - এর অধ্যাপক, বিশ্বভারতী গ্রন্থনবিভাগের অধ্যক্ষ। এখন, কিডনির অসুস্থতা সত্ত্বেও 'বাংলা ব্যাকরণের পুনর্বিন্যাস'-এর কাজে মজে আছেন। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

Facebook