আয়কর বিভাগে নতুন নিয়ম

 আয়কর বিভাগে নতুন নিয়ম, আজ থেকে

New rules in income tax department
আয়কর বিভাগে নতুন নিয়ম, নির্মলা সীতারামন 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়কর-সহ একাধিক ক্ষেত্রে বেশকিছু রদবদল আনার কথা বলেছিলেন ২০২৪ সালের বাজেট বক্তৃতায়। এগুলির মধ্যে বেশ কিছু নিয়ম ইতিমধ্যেই চালু হয়ে গেছে। আজ, ১ অক্টোবর চালু হতে যাচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম।

প্যান কার্ড ও আধার সংক্রান্ত নিয়ম :

অক্টোবরের ১ তারিখ থেকে প্যান কার্ডের আবেদন করার ক্ষেত্রে আধার এনরোলমেন্ট আইডি বৈধ নথি হিসেবে বিবেচিত হবে না। ফলে আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ডের অ্যালটমেন্ট-এর জন্য আবেদন করা যাবে না।

ইনকাম ট্যাক্স রিটার্নে আধার ব্যবহার :

ইনকাম ট্যাক্স রিটার্ন-এর ক্ষেত্রেও আজ ১ অক্টোবর থেকে আধার ব্যবহার করা যাবে না।

সিকিওরিটিজ় ট্রানজাকশন ট্যাক্স :

কেন্দ্রীয় বাজেটে ‘ফিউচার অ্যান্ড অপশনস সিকিওরিটি’তে ‘সিকিওরিটিজ় ট্রানজাকশন ট্যাক্স’ (এসটিটি) বাড়ানোর কথা বলা হয়েছিল। অপশনস-এ এসটিটি ০.০৬২৫ শতাংশ থেকে বাড়িয়ে প্রিমিয়ামের ০.১ শতাংশ করা হয়েছে। ফিউচারে যা আগের ০.০১২৫ শতাংশ থেকে বাড়িয়ে ০.০২ শতাংশ করা হয়েছে। আজ ১ অক্টোবর থেকে সেটাও কার্যকর হচ্ছে।

প্রত্যক্ষ কর পরিষদ সংক্রান্ত বিবাদ মীমাংসা :

১) কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পরিষদ (সিবিডিটি) আয়কর সংক্রান্ত বিবাদ মীমাংসার জন্য এই প্রকল্প চালু করেছে। ২০২৪-এর ৩১ ডিসেম্বরের আগে যাঁরা এই স্কিমে আবেদন করবেন, তাঁদের জন্য 'লোয়ার সেটলমেন্ট'-এর প্রভিশন রাখা হয়েছে।

২) অক্টোবর ১ তারিখ থেকে এ বছর শেষ তারিখের আগে যাঁরা আবেদন করবেন, তাঁদের হয় ডিসপিউটেড ট্যাক্স অ্যামাউন্ট-এর পুরো বা ডিসপিউটেড ইন্টারেস্ট- পেনাল্টি বা ফি'র ২৫ শতাংশ দিলেই চলবে।

৩) ৩১ শে ডিসেম্বরের পরে আবেদন করলে, হয় ডিসপিউটেড ট্যাক্স অ্যামাউন্ট-এর ১১০ শতাংশ বা ডিসপিউটেড ইন্টারেস্ট- পেনাল্টি বা ফি'র ৩০ শতাংশ দিতে হবে। আয়কর দপ্তরের তরফে অ্যাপিল দাখিল করা হলে, সেটলমেন্ট-এর অঙ্ক অর্ধেক হয়ে যাবে।

ফ্লোটিং রেট বন্ড টিডিএস :

অক্টোবরের ১ তারিখ থেকে ফ্লোটিং রেট বন্ড-সহ নির্দিষ্ট কিছু কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বন্ডে ১০ শতাংশ হারে টিডিএস কাটা হবে। বাৎসরিক ১০,০০০ টাকার পরে যা কার্যকর হবে। বাজেটে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ১৯৬১-এর ১৯৩ ধারা পরিমার্জন করে ফ্লোটিং রেট সেভিংস বন্ড, ২০২০ (ট্যাক্সেবল)-এর উপর টিডিএস ধার্য করা হয়েছে।

টিডিএস এর নতুন রেট :

২০২৪ সালের কেন্দ্রীয় বাজেট পেশের সময় ফিনান্স বিল- এ বেশকিছু টিডিএস রেট-এ বদল আনা হয়েছিল। এই পরিবর্তিত টিডিএস রেট ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এই পরিবর্তিত টিডিএস রেট-এর আওতায় পড়ছে :  আয়করের ১৯৪ডিএ, ১৯৪জি, ১৯৪এইচ, ১৯৪-আই বি, ১৯৪এম এবং ১৯৪এফ-এর মতো ধারা, যেখানে টিডিএস হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।

‘বাইব্যাক-অফ-শেয়ার’ ট্যাক্সের আওতায় :

১ অক্টোবর ২০২৪ থেকে ডিভিডেন্ড-এর মতোই 'বাইব্যাক-অফ-শেয়ার' শেয়ারহোল্ডার- লেভেল ট্যাক্সের আওতায় আনা হয়েছে। এর ফলে লগ্নিকারীদের করের বোঝা বাড়বে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের এইসব শেয়ারের 'অ্যাকুইজিশন কষ্ট'ও ‘ক্যাপিটাল গেন’ বা ‘ক্যাপিটাল লস’ হিসেবের সময় বিবেচনা করা হবে।

সুতরাং আজ থেকেই আপনার অর্থনৈতিক ভাবনায় বদলানো এবং সতর্ক থাকুন নতুন নিয়ম সম্পর্কে। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আপনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টার সঙ্গে।
---------xx--------

মন্তব্যসমূহ

রাজ্য, দেশ ও আন্তর্জাতিক খবর

জনপ্রিয় পোস্টসমূহ