নির্বাচনে নারী-শক্তির জয়জয়াকার শুধু সময়ের অপেক্ষা - দাবি তৃনমূল সূত্রে
ফারুক আহমেদ, কলকাতা : পঞ্চায়েত
নির্বাচনে নারী- শক্তির সাফল্য দেখে সবাই অবাক হয়েছিলেন। গত পঞ্চায়েত
নির্বাচনে ৫০ শতাংশ সিটে মহিলা প্রার্থী দিয়েছিল তৃণমূল। এবার লোকসভা
নির্বাচনে ৪১ শতাংশ সিটে মহিলা প্রার্থী দিয়ে সকলকেই টেক্কা দিল তৃণমূল
দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় - দাবি তৃনমূল সূত্রের। ৪২ টি আসনের মধ্যে ১৭ জন মহিলা প্রার্থীকে টিকিট
দিয়েছেন তারা।
এই নির্বাচনে যত সংখ্যক মহিলা প্রার্থী হয়েছেন তা একটা রেকর্ড। সর্বোপরি যেভাবে
মহিলা প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন তা আন্তর্জাতিক ক্ষেত্রে
উল্লেখযোগ্য। ভারতের ক্ষেত্রে তো অবশ্যই ঐতিহাসিক ঘটনা।
২৩ মে ফল বেরিয়ে গেলে তাতে দেখা যাবে বাংলা থেকে সব থেকে বেশি মহিলা লোকসভার সদস্য হয়েছেন - এমনই দাবি করছে তৃনমূল কংগ্রেস। তাদের মতে, বশিরহাটে
নুসরাত জাহান, যাদবপুরে মিমি চক্রবর্তী, আসানসোলে মুনমুন সেন, উলুবেড়িয়াতে
সাজদা আহমেদ, কৃষ্ণনগরে মৌহা মৈত্র, বর্ধমানে মোমতাজ সংঘমিত্রা, আরামবাগে
রূপা পোদ্দার সহ অন্যদের জয় প্রায় নিশ্চিত।
কাজী
নজরুল ইসলাম সবসময়ই সমাজ প্রগতির লক্ষ্যে নারীর অবরোধ প্রথার বিলোপ এবং
তাদের শিক্ষার আলোকে আলোকিত করাকে তার লেখনিতে তুলে ধরেছেন। নজরুল ইসলামের সমকালে নারী সমাজের মুক্তির লক্ষ্যে যারা একনিষ্ঠভাবে
সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে অগ্রণী ছিলেন রোকেয়া সাখাওয়াত
হোসেন। তাঁর ঘনিষ্ঠ সহচর হিসেবে কাজ করেছিলেন মিসেস এম রহমান, শামসুন্নাহার
মাহমুদ, সুফিয়া কামাল সহ বেশ কয়েকজন নারী।
পুরুষতান্ত্রিক
সমাজে কখনও কখনও মৌখিকভাবে নারী-পুরুষের সমানাধিকারের ব্যাপারটি স্বীকার
করা হলেও বাস্তবক্ষেত্রে অবস্থাটা সহজেই অনুমেয়। তৃনমূল সূত্রের দাবি, এই অবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ মমতা বন্দোপাধ্যায়। এবং সেকথা মাথায় রেখেই পঞ্চায়েতের মত লোকসভা নির্বাচনেও প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে দাবি করছে তৃনমূল নেতৃত্ব।
কাজী নজরুল ইসলাম তাঁর 'নারী’ কবিতায় বলেছিলেন ----
‘সাম্যের গান গাই,
আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই,
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
আশার
কথা যে, সামাজিক পরিবর্তনের পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। একবিংশ
শতাব্দীর এই দিনে নারী-পুরুষের সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর ভবিষ্যত
গড়ে উঠছে, আর এখানেই কবির সার্থকতা প্রতীয়মান। নির্বাচনের ফলেও আমরা দেখবো নারী-শক্তির জয় জয়কার - বক্তব্য তৃনমূল সূত্রের। এখন দেখার বাংলার মানুষ কী ভাবছেন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন