অকাল বৃষ্টি। ব্যাপক ক্ষতির মুখে বাংলার কৃষক : ২
বিশেষ সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলায় মাঠের মধ্য দিয়ে অতিরিক্ত জল নিকাশির ক্যানেলগুলি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে গেছে। ফলে অসময়ের বৃষ্টির জলও চাষজমির উপর দিয়ে স্রোতের মতো বয়ে গেছে। সেই জল নিচু এলাকায় জমে গিয়ে বোরো চাষ সহ সবজি ও ফুল চাষের জমিগুলিকে প্লাবিত করেছে।
আরও পড়ুন : অকাল বৃষ্টি। ব্যাপক ক্ষতির মুখে বাংলার কৃষক : ১
আরও পড়ুন : অকাল বৃষ্টি। ব্যাপক ক্ষতির মুখে বাংলার কৃষক : ১
খড়্গপুর গ্রামীণ এলাকার কৃষ্ণনগর, কাঁটাগেড়িয়া, গোটগেড়িয়া, মনসাতলা, মাদপুর বসন্তপুর এলাকায় চাষজমির উপর জল থৈ থৈ করছে। কৃষকদের অভিযোগ ক্যানেলগুলি সংস্কার না হওয়ায় জল বেরতে পারছে না। এছাড়াও কোনও পরিকল্পনা না করেই গ্রামীণ সড়ক রাস্তা করায় মাঠের মধ্যে বৃষ্টির জল আবদ্ধ হয়ে বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করেছে।
ডেবরা ব্লকের ডেবরা, বালিচক রাধামোহনপুর আষাঢ়ী সহ বিভিন্ন মৌজাও জলের তলায়। নারায়ণগড় ব্লকের কিছু অংশও প্লাবিত। প্রায় ৩৫-৪০ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ভাবে জলের তলায়। কোথাও তিন ফুট আবার কোথাও তারও বেশি জল দাঁড়িয়ে।
এছাড়া আরও ২০/২৫ হাজার হেক্টর জমিতে জমে থাকা জলে ফসলের ডগা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। বিভিন্ন ধরনের ফুল চাষ, বাদাম চাষের জমিও জলের নিচে। ইতিমধ্যে ডেবরা, খড়্গপুর গ্রামীণ ব্লকে ডুবে থাকা জমির ধান, ফুল, বাদাম গাছগুলি জলের তলায় পচতে শুরু করেছে। এই জমিগুলির সমূহ চাষই নষ্ট হবে বলে আশঙ্কায় কৃষকেরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন