বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ

বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ

Poet Farooq Ahmed received the World Poet Kazi Nazrul Islam Memorial Award
বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার নিচ্ছেন কবি ফারুক আহমেদ অধ্যাপক পবিত্র সরকারের হাত থেকে

গত ১৬ সেপ্টেম্বর ‘আমার ভারত’ পত্রিকার উদ্যোগে ‘বঙ্গ সাহিত্য সম্মেলন ২০২৪’ অনুষ্ঠিত হয় নলিনী গুহ সভাঘরে।

এই প্রথম কাজী নজরুল ইসলাম-এর নামে ‘বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয় উদার আকাশ পত্রিকার সম্পাদক ও কবি ফারুক আহমেদকে।

পুরস্কারটি তুলে দেন প্রাক্তন উপাচার্য ও ভাষাবিদ পবিত্র সরকার। এদিন মূল্যবান বক্তব্য রাখেন পবিত্র সরকার ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ। উদার আকাশ প্রকাশন থেকে ইতিমধ্যেই ছয়টি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ।

উপস্থিত ছিলেন বঙ্গীয় সঙ্গীত পরিষদের কর্ণধার শক্তিপদ গঙ্গোপাধ্যায়, বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক শিশু সাহিত্যিক আব্দুল করিম, ড. দীপ্তি মুখার্জী, ড. আকবর আলী, ড. তাপসী ভট্টাচার্য, ড. মঞ্জুশ্রী সরকার বসু, ডা: সিরাজুল ইসলাম ঢালী, ড. রুহুল আমিন, ড. প্রবীর কুমার প্রামাণিক, ড. আবু তাহির, ড. মানোয়ার হোসেন, সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, অরবিন্দ সরকার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারসহ বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্তরের প্রায় পাঁচশো কবি, সাহিত্যিক, শিক্ষক, সাহিত্য সংগঠক, সমাজকর্মীও বিভিন্ন স্তরে সমাজসেবীগন উপস্থিত ছিলেন।
------xx------

মন্তব্যসমূহ

রাজ্য, দেশ ও আন্তর্জাতিক খবর

জনপ্রিয় পোস্টসমূহ