পলিগ্রাফ টেস্ট কী?

পলিগ্রাফ টেস্ট কী?

■ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরীক্ষার মাধ্যমে জিজ্ঞাসাবাদের সময়ে শ্বাস-প্রশ্বাস, ইসিজি, ইইজি, নাড়ির গতি থেকে শুরু করে রক্তচাপ, শরীর থেকে কতখানি ঘাম বেরিয়ে আসছে, তা খতিয়ে দেখা হয়

কেউ মিথ্যে বললে সেই ব্যক্তির হৃদস্পন্দন, রক্তচাপের পরিবর্তন হতে থাকে। সামান্য পরিবর্তনও ধরা পড়ে যায় এই পরীক্ষায়

■ যা দেখে তদন্তকারীরা বুঝতে পারেন, অভিযুক্ত সত্যি বলছেন, না কিছু আড়াল করার চেষ্টা করছেন

■ অভিযুক্তের শরীরে স্পর্শকাতর বৈদ্যুতিক সেন্সর স্পর্শ করানো হয়। যা থেকে ওই ব্যক্তির ব্লাড প্রেশার, পালস রেট থেকে সব তথ্যই উঠে আসে

মন্তব্যসমূহ

রাজ্য, দেশ ও আন্তর্জাতিক খবর

জনপ্রিয় পোস্টসমূহ