ব্রহ্মপুর বাদামতলায় সম্প্রীতি ভাবনা নিয়ে পথসভা : উদ্যোগে 'মঙ্গল শোভাযাত্রা প্রসার ও গবেষণা কেন্দ্র' এবং 'স্বর'


জি বি এন নিউজ, কলকাতা : গত শুক্রবার ২৬ জুলাই সন্ধেয়, ব্রহ্মপুর বাদামতলায় সম্প্রীতি ভাবনা নিয়ে এক পথসভা অনুষ্ঠিত হল। "মঙ্গল শোভাযাত্রা প্রসার ও গবেষণা কেন্দ্র" এবং "স্বর"-এর উদ্যোগে এই সভা উপস্থিত দর্শক সাধারণের কাছে এক মুক্ত বাতাস বয়ে নিয়ে এল।

মঙ্গল শোভাযাত্রা গত তিনবছর ধরে বাঙালির ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের বাইরে এক অখণ্ড বাঙালি চেতনার কর্মে নিয়োজিত। তেমনি স্বর- ও বাঙালির অখণ্ড লোকায়ত চর্চাকে ছড়িয়ে দেয়ার কাজে রত। বৃষ্টিবিঘ্নিত এই সভার সূচনা হয় বর্ষীয়ান কবি বিমল দেব-এর কবিতা দিয়ে। পরে বাঁশি বাজিয়ে শোনান রজনী বারিক। প্রতিবাদী কণ্ঠে মোহব্বত হোসেন গান শোনান। লালনের গানে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও সারি গান করে দেবকুমার সামন্ত সভাকে যেমন উজ্জীবিত করেন, তেমনই সম্প্রীতির সুরে বেঁধে দেন অনুষ্ঠানের নানাবিধ কর্মকাণ্ড। এরই মাঝে মাঝে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বেঁধে বেঁধে থাকার আহবান জানিয়ে বক্তব্য রাখেন, মাতৃভাষা পত্রিকার সম্পাদক সজল রায়চৌধুরী, মঙ্গল শোভাযাত্রা - র সংগঠক বুদ্ধদেব ঘোষ, অশনি নাট্যম-এর পরিচালক প্রদীপ সেনগুপ্ত, স্বর-এর পক্ষে কথাকার মুর্শিদ এ এম।
স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাজি হারুণ অর রশিদ তাঁর উদাত্ত কণ্ঠে সমস্ত মানুষকে সহাবস্থানের শুভ দিকের কথা বলেন। যা সকলকে প্রচণ্ড উৎসাহিত করে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দুখানি পথনাটক, অশনি নাট্যম আয়োজিত আদাব ও গড়িয়া সুচর্চা-র বধ্যভূমি। সভাশেষে ৫০টি চারাগাছ উপস্থিত দর্শক সাধারণের হাতে তুলে দেন আয়োজকদের পক্ষে হাজি জাকির আলী মোল্লা। বৃষ্টি উপেক্ষা করে বহু বিশিষ্ট ব্যক্তি ও দর্শক সমাগমে অনুষ্ঠানটি সফল হয়েছে। এরকম সভা বার বার যেন হয়, সে আবেদন এলাকার বাসিন্দাদের।

মন্তব্যসমূহ

  1. সেদিনের অনুষ্ঠান আমার কাছে এক নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হলাম।ভেবেছিলাম বৃষ্টি সব পন্ড করল,কিন্তু না।সভা শুরু হতেই যে ভাবে মানুষ জমায়েত হল,ভাবতে পারিনি।কথা,গান,নাটক দুটো যেভাবে মানুষ শুনলো বৃষ্টিতে ভিজে তা অবর্ণনীয় অভিজ্ঞতা।চারা গাছ বিতরণের সময় আমার ভিজেই গেলাম।অপেক্ষা করছি,আবার কবে এমন সুন্দর কর্মসূচীতে অংশ নিতে পারবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সাথী, আপনার নামটা জানতে পারলে খুশি হতাম / অনেক ধন্যবাদ, আপনার মতামতের জন্য /

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Facebook