কবে পাওয়া যাবে অর্ণব রায়ের খোঁজ - প্রশ্ন অর্ণব রায়ের স্ত্রীর

বিশেষ সংবাদদাতা, নদিয়া : ছয়দিন কেটে যাওয়ার পরেও নদীয়া জেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অফিসার অর্ণব রায়ের কোনও খোঁজ পাওয়া যায়নি। গত ১৮ই এপ্রিল বৃহস্পতিবার থেকে তিনি ডিউটি চলাকালীন অবস্থায় নিঁখোজ হন।

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক দাবি করেছিলেন অর্ণববাবু অবসাদে ভুগছিলেন। যদিও অর্ণবাবুর স্ত্রী অনীশা যশ এই অভিযোগ নস্যাৎ করে দেন। গত ২০ তারিখের পর অনীশাদেবী আবার আজ ২৩ শে এপ্রিল তাঁর ফেসবুক প্রোফাইলে বার্তা দিয়েছেন। তিনি সকলকে কোনওরকম গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন এবং তাঁর স্বামীকে ফেরত পেতে সকলের কাছে সাহায্য চান।

এদিকে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আগামী ২৫ শে এপ্রিল অর্ণব রায়ের সন্ধানের দাবি জানিয়ে দুপুর একটায় নদীয়ার টাউন হলে সমাবেশ এর ডাক দিয়েছেন।সেখান থেকে তাঁরা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেবেন, এমনটাই জানান ঐক্যমঞ্চের যুগ্মসম্পাদক কিংকর অধিকারী।

অন্যদিকে ওইদিনই সেভ এডুকেশন এবং সেভ ডেমোক্রেসির পক্ষ থেকেও অর্ণব রায়ের সন্ধান ও ভোটগ্রহণ কেন্দ্রে যথাযথ নিরাপত্তা দাবি করে নদীয়ার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। নদীয়া জেলার এবিপিটিএ ও এবিটিএ যৌথভাবে এই কর্মসূচীতে সমর্থন জানিয়েছেন। 

অর্ণব রায়ের নিখোঁজের পরে এতদিন কেটে গেলেও কবে প্রশাসনের তরফ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়, সেটাই দেখার।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ

Facebook