নিরাপত্তার দাবিতে ডায়মন্ডহারবারে ভোটকর্মীদের বিক্ষোভ

বিশেষ সংবাদদাতা, ডায়মন্ড হারবার : ভোট করতে যাওয়ার কর্তব্যের আগেও থাকে প্রাণ বাঁচানোর অধিকার। আর এই প্রাণের অধিকারের দাবিতেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ভোটকর্মীরা প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গত প্রায় একমাস যাবৎ। গত শনিবার ২০শে এপ্রিল এমনই বিক্ষোভে উত্তাল হল ডায়মন্ডহারবার হাইস্কুল।

দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার মহকুমার ভোটকর্মীদের দ্বিতীয় দফার ট্রেনিং ছিল এইদিন। প্যারা মিলিটারি ফোর্স না দিলে কেউই ভোট নিতে যাবেন না, এই দাবিতে প্রচুর শিক্ষক শিক্ষাকর্মী ও ভোটকর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। শেষপর্যন্ত মহকুমাশাসক দেবময় চট্টোপাধ্যায় নিজে এসে মৌখিক আশ্বাস দিলে তবে উত্তেজনা স্তিমিত হয়।

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডায়মন্ড হারবার মহকুমার সম্পাদক গৌতম ব্যানার্জী জানান, সমস্ত দলীয় রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে প্রত্যেক ভোটকর্মীই স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ দেখিয়েছেন। তাঁর কথায়, রাজকুমার রায়ের মত দুঃখজনক পরিস্থিতি যেন আর কারও না হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক ভোটকর্মীর কথায়, প্রিসাইডিং অফিসার নির্দেশিকা বইতে ৭.১১ কলামে যেখানে কেন্দ্র ও রাজ্য পুলিশ বাহিনীর দায়িত্ব বন্টন পরিষ্কার উল্লেখ রয়েছে,সেখানে নির্বাচন কমিশনের এই দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণ স্পষ্ট নয়।

আগামী ১৯শে মে সাত দফা ভোটের শেষ দফায় নয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কর্তারা কতটা নিরাপত্তার ব্যবস্থা সেদিন করতে পারেন, এখন সেটাই দেখার।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

Facebook