আলিয়া বিশ্ববিদ্যালয়ে হস্তশিল্প মেলার উদ্বোধন :
বিশেষ সংবাদদাতা : আলিয়া
বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল অ্যার্ট
অ্যান্ড ক্র্যাফটের শিক্ষামূলক এক্সিবিসন। দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন রাজ্যসভার সাংসদ ও দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান
ইমরান। তিনি বললেন, আলিয়া মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার
পর এই প্রথম ছাত্র ছাত্রীরা তাদের নিজ হাতে তৈরী জিনিসপত্র ও তাদের শিল্পী
দক্ষতা বিশ্ববিদ্যালয়কে অন্য মাত্রা দিচ্ছে। এখানকার ছাত্রছাত্রীদের
শিল্প-দক্ষতা পেশাগত শিল্পীদের তুলনায় কোনও অংশেই কম নয়।
বি.এড বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেন লস্কর বললেন, ছাত্র ছাত্রীদেরকে কেবল পুঁথিগত বিদ্যায় নিমগ্ন থাকলে হবে না। বিভিন্ন কারিগরী বিদ্যায়ও এগিয়ে আসতে হবে। প্রতিযোগিতার বাজারে নিজেদেরকে বহুমুখি দক্ষতার পরিচয় দিতে হবে, তবেই সাফল্য লাভ হবে। তিনি আরও বলেন, একজন শিল্পীর শিল্প সত্ত্বা কেবল শিল্পের মধ্যেই থাকে না, তাদের সৃষ্টি বেঁচে থাকে মানুষের অন্তরে।
বি.এড বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেন লস্কর বললেন, ছাত্র ছাত্রীদেরকে কেবল পুঁথিগত বিদ্যায় নিমগ্ন থাকলে হবে না। বিভিন্ন কারিগরী বিদ্যায়ও এগিয়ে আসতে হবে। প্রতিযোগিতার বাজারে নিজেদেরকে বহুমুখি দক্ষতার পরিচয় দিতে হবে, তবেই সাফল্য লাভ হবে। তিনি আরও বলেন, একজন শিল্পীর শিল্প সত্ত্বা কেবল শিল্পের মধ্যেই থাকে না, তাদের সৃষ্টি বেঁচে থাকে মানুষের অন্তরে।
এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের বিদ্যালয় শিক্ষা কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার ও
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন প্রফেসর পার্থ প্রতীম। এই দুই
বিশিষ্ট ব্যক্তিই ছাত্র ছাত্রীদের শিল্পী দক্ষদক্ষতার প্রশংসা করেন।
এদিনের
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগীয় ডিন মীর রেজাউল
করীম, ডেপুটি রেজিষ্টার আসফাক আলি, ড.জামাল উদ্দিন, ড. রেশমা খাতুন
প্রমুখ।
সমগ্র বিষয়টি পরিচালনা করেন বিভাগীয় শিক্ষক
তৌহিদ উল ইসলাম। ছাত্র ছাত্রীদের মধ্য থেকে জয়রাব হোসেন, হাবিব
বিশ্বাস,খাইরুল হক, রুবিনুর নাদাব ,নিলুফার ইয়াসমিনরা বলেন, এই ধরনের
এক্সিবিসন-এ এসে আমরা অনেকাংশে সমৃদ্ধ হতে পেরেছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন