লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা করল নির্বাচন কমিশন
লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা করল নির্বাচন কমিশন। মোট ৭
দফায় লোকসভা নির্বাচন হবে এবার। শুরু ১১ এপ্রিল থেকে। ১৮
মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
আজ বিকেল
৫টায় নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান দফতরে লোকসভা নির্বাচনের দিনক্ষণ
ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
তিনি বলেন, সপ্তদশ লোকসভা নির্বাচন সুষ্ঠু ভাবে
পরিচালনার বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আজ থেকেই চালু হচ্ছে আদর্শ
আচরণবিধি। এবারের নির্বাচনে ভোট দেবেন প্রায় ৯০ কোটি ভোটার। এই লোকসভা
নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি।
সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী
মোতায়েন করা হবে, জানাল কমিশন। নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর: সব
কেন্দ্রে থাকবে ভি ভি প্যাট। ইভিএমে প্রার্থীর ছবি থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন