এসএসসি : মধ্যরাতে নতুন নাটক, অনশন মঞ্চে পুলিশ।
বিশেষ প্রতিবেদন : সন্ধেবেলাতেই ঘুরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। বলেছেন , জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেবেন। কিন্তু সঠিক পদক্ষেপের প্রতিশ্রুতি না-পাওয়া পর্যন্ত অনশন ভাঙতে রাজি হননি এসএসসি-চাকরিপ্রার্থীরা। তাঁরা বলেন, পূর্ণ প্রতিশ্রুতি না পাওয়ার পর্যন্ত অনশন বন্ধ হবে না।
এর পরেই রাত পৌনে বারোটা নাগাদ প্রেস ক্লাবের সামনে হাজির হয় ডিসি সাউথ মীরাজ খালিদের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। তিনি অনশনকারীদের অনশন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অনশন প্রত্যাহার না করলে তাঁরা ব্যবস্থা নিতে বাধ্য হবেন। গোটা এলাকা পুলিশে ছয়লাপ, উত্তেজনা ছড়ানোর অসংখ্যা করছেন অনেকেই।
এর পরেই রাত পৌনে বারোটা নাগাদ প্রেস ক্লাবের সামনে হাজির হয় ডিসি সাউথ মীরাজ খালিদের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। তিনি অনশনকারীদের অনশন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অনশন প্রত্যাহার না করলে তাঁরা ব্যবস্থা নিতে বাধ্য হবেন। গোটা এলাকা পুলিশে ছয়লাপ, উত্তেজনা ছড়ানোর অসংখ্যা করছেন অনেকেই।
অনশনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, “সন্ধেয় মাননীয়া মুখ্যমন্ত্রী এসেছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজে সরাসরি আমাদের বক্তব্য শোনেনি। আমাদের দাবি মানার প্রতিশ্রুতিও দেননি। তিনি বরং আমাদের আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১২টায় আমাদের বিকাশ ভবনে যেতে বলেছেন। সে ক্ষেত্রে আমরা এখনই কী করে ছাড়ব অনশন মঞ্চ? কাল ১২টা অবধি অপেক্ষা করে বিকাশ ভবনে যাওয়াটা তো মাননীয়া মুখ্যমন্ত্রীরই নির্দেশ!”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন