রাজ্যে ফের বন্ধ হয়ে গেল আরেকটি জুট মিল

রাজ্যেই ফের বন্ধ হয়ে gelগেল এক জুট মিল। বার বার মালিক পক্ষের সঙ্গে বৈঠক করেও কোনও সুরাহা মিলল না। একই ভাবে শুক্রবার বন্ধ হয়ে গেল হাজিনগর হুকুমচাঁদ জুটমিল। ফলে কাজ হারালেন বহু শ্রমিক।

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে কিছুদিন আগেই মালিক পক্ষের দারস্থ হয়েছিল শ্রমিকরা। কিন্তু আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখতে পান মিল গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। ফলে আজ সকাল থেকেই মিলে উৎপাদন বন্ধ ছিল।

এই মিলে অস্থায়ী এবং স্থায়ী মিলিয়ে মোট ১০থেকে ১২হাজার শ্রমিক কাজ করে। অন্যদিকে একই দাবিতে কাঁকিনাড়া নফরচন্দ জুট মিলেও আজ সকাল থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোনও নোটিস না দিলেও কেন মিল বন্ধ সে ব্যপারে কিছুই জানায়নি মিল কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

Facebook