নতুন রুট চালু সিউড়িতে
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সিউড়ি ডিপো থেকে বেশ কিছু নতুন রুট চালু করা হয়েছে। যে নতুন রুটগুলি চালু হয়েছে তা হলো, সিউড়ি-আসানসোল-সিউড়ি-জঙ্গিপুর।
সিউড়ি থেকে পাণ্ডবেশ্বর, হরিপুর, রানিগঞ্জ হয়ে বাস যাবে আসানসোল। ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সিউড়ি থেকে আসানসোল যাওয়ার জন্য একটি বাসটি ছাড়বে। বাসটি আসানসোল পৌঁছে ফের সাড়ে আটটা নাগাদ আসানসোল থেকে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে। সিউড়িতে এগারোটায় পৌঁছেই সেটি ছুটবে জঙ্গিপুরের উদ্দেশ্যে। জঙ্গিপুর পৌঁছে আবার সেটি দুপুর আড়াইটা নাগাদ সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে। সিউড়ি থেকে আসানসোল যাওয়ার সময়সীমা ধরা হয়েছে আড়াই ঘন্টা এবং সিউড়ি থেকে জঙ্গিপুরের সময়সীমা ধরা হয়েছে তিন ঘন্টা।
একইভাবে অপর একটি বাস সিউড়ি থেকে ভোর সাড়ে চারটায় ছাড়বে জঙ্গিপুরের উদ্দেশ্যে। জঙ্গিপুর পৌঁছে সেটি ফের সকাল আটটার সময় ছেড়ে সিউড়ির উদ্দেশ্যে ফিরে আসবে। এরপর সিউড়ি থেকে সাড়ে এগারোটায় বাসটি রওনা দেবে আসানসোলের উদ্দেশ্যে এবং আসানসোল থেকে বিকাল চারটেয় ফিরে আসবে সিউড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে।
এছাড়াও সিউড়ি-দুর্গাপুর-সিউড়ি-জঙ্গিপুর রুটও চালু হয়েছে।রুটগুলি চালু হয়েছে গত ২৫ ফেব্রুয়ারি থেকে। সিউড়ি থেকে ভোর সাড়ে পাঁচটায় ছেড়ে বাসটি যাবে দুর্গাপুর। সেখান থেকে আট টা পনেরো মিনিটে ছেড়ে বাসটি আসবে সিউড়ি এবং সিউড়ি থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটে জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা দেবে। দুপুর দুটো চল্লিশ মিনিটে জঙ্গিপুর থেকে ছেড়ে এসে সিউড়িতে হল্ট করবে। এতদিন আসানসোল থেকে সিউড়ি আসার জন্য শেষ বেসরকারি বাসটি ছিল বিকাল তিনটা পনেরোয়। ফলে বহু মানুষকে বিপাকে পড়তে হতো। সেই সমস্যা অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছে সংস্থা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন