রাজ্যে ভোটের নির্ঘন্ট। কবে কোথায় ভোট। এক নজরে দেখে নিন।

*১১ এপ্রিল* প্রথম দফায় পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রে ভোট হবে *কোচবিহার ও আলিপুরদুয়ারে*।

*১৮ এপ্রিল* দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে আসনে *জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে*।

*২৩ এপ্রিল* তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে পাঁচটি আসনে। সেগুলি হল,- *বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ*।

*২৯ এপ্রিল* চতুর্থ দফায় আটটি আসনে ভোট হবে বাংলায়। সেগুলি হল,- *বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম* ।

*৬ মে* পঞ্চম দফায় যে সাতটি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল, *বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ* ।

*১২ মে* ষষ্ঠ দফায় বাংলার আরও আটটি আসনে ভোট হবে। ওই আসনগুলি হল, *তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া* ।

১৯ মে সপ্তম ও শেষ দফায় পশ্চিমবঙ্গে ৯ টি আসনে ভোট নেওয়া হবে। ওই ৯ টি লোকসভা কেন্দ্র হল, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

Facebook