মাটির কথা। হাতের মুঠোয় কৃষি সংক্রান্ত সমস্যার সমাধান। জানুন কীভাবে।
কৃষকদের সহায়তায় “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করেছে রাজ্য সরকার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পাবেন। গুগল প্লেস্টোরে Matir Katha লিখে খুঁজলেই পাওয়া যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশন। অথবা এখানে ক্লিক করুন এবং ডাউনলোড করে নিন 'কৃষক বন্ধু' নামের এই অ্যাপ্লিকেশনটি।
এই অ্যাপ্লিকেশনটি থেকে পাওয়া যাবে চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর, প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট, সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণে। কৃষি দপ্তরে যোগাযোগও করা যাবে এই অ্যাপলিকেশন-এর মাধ্যমে। সরকারি নানান প্রকল্পের বিবরণও মিলবে এখানে। আর পাওয়া যাবে কৃষি বিষয়ক বিশেষজ্ঞদের মতামত।
আরও খবর : পিজি হসপিটাল। আউটডোর টিকিট এখন (বাড়িতে বসেই ) অনলাইনে
আরও খবর : পিজি হসপিটাল। আউটডোর টিকিট এখন (বাড়িতে বসেই ) অনলাইনে
থাকছে কৃষকদের সহায়তার জন্য টোল ফ্রি ফোন নম্বরও। মাটির কথা’তে সরাসরি যোগাযোগ করতে সোমবার থেকে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত যে কেউ ফোন করতে পারবেন ১৮০০ ১০৩ ১১০০ নম্বরে।
এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইটেও তাঁরা যেতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন