উচ্চমাধ্যমিক। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বদল।
বিশেষ প্রতিবেদন : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময়ে পরিবর্তন করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল ন'টার পরিবর্তে সকাল ৯-১৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক বিবৃতি মারফত জানিয়েছে, এর আগে সকাল ৯টা থেকেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে বলে ঘোষণা করেছিল সংসদ।
উল্লেখ্য, এদিন পরীক্ষা চলার সময় তিন জন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই তিন পড়ুয়ার পরীক্ষাপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন